জাপানে গতকাল আমরা কালো ঈদ পালন করলাম,মসজিদে গেয়েছিলাম অন্য বছর গুলিতে আনন্দের যে মহরা চলতো এইবার মনের ভিতর লুকিয়েথাকা ব্যাথা নিয়ে নামাজ শেষ করে খুব অল্প সময়ের মধ্যেই নামাজেরস্তান ত্যাগ করলাম ।এই প্রবাসে আমার মত অনেকেই আছেন যারা বাংলাদেশ ও বাঙালি জাতিকে নিয়ে গর্ব করেন,দেশ ও জাতির সন্মান রক্ষা করতে অনেক সময় নিজের আর্থিক লোকশান হয় । এর পর ও আমরা মহানন্দে পরিপূর্ণ রাখি আমাদের চিন্তা চেতনা আর বিবেক ।
এই প্রবাসে এসে আমরা কি পেয়েছি?
কত আপন জন হারিয়েছি? পরিবারের,সমাজের,রাস্টের ভাল বাসা থেকে বঞ্চিত হইয়ে আমরা আমাদের উন্নয়নের জন্য বিরামহীন ভাবে সামনে চলছি ।প্রবাসীদের দুঃখ কস্টের কথা আমাদের পরিবার জানতে চান না?প্রবাসীদের দুঃখ কস্টের কথা আমাদের সমাজ জানতে চান না?প্রবাসীদের দুঃখ কস্টের কথা আমদের রাস্ট জানতে চান না?প্রবাসীদের দুঃখ কস্টের কথা নিয়ে কোন কবিতা লিখা হয় না?প্রবাসীদের দুঃখ কস্টের কথা স্কুল কলেজের পাঠ্য বইয়ে কোন সাহিত্য প্রকাশিত হয় না?
কবে কখন রচনা হবে প্রবাসীদের নিয়ে ইতিহাস?
কবে কখন প্রবাসীদের অধিকার রক্ষার জন্য কমিশন গঠন হবে?
কবে কখন প্রবাসীদের জন্য জাতীয় সংসদে কথা বলার যায়গা হবে ?
গুলশানের জঙ্গি হামলায় বেদেশিদের হত্যা করাতে প্রবাসীরা যে ইমেজ সংকটে পড়েছে এখান থেকে কে আমাদেরকে উদ্দার করবে?