আমি ও আমার পাসপোর্ট-
---------------- ফকির চাঁদ ।
চোখে জল আসে
যখন দেখি আমার ছেলে আমার ভাষা বোঝে না,
মেয়ে স্কুল থেকে সময়মত বাসায় ফেরে না,
স্ত্রীর সমস্ত চুল সাদা, অবসাদ অক্ষিগোলকে পচা ইলিশের চোখ !
চোখে জল আসে
যখন দেখি জাপানিজ বৃদ্ধরা রাস্তার ময়লা খুঁটে নিজ পকেটে ভরে,
আমাদের যুবকেরা কুলুখের ময়লা জমিয়ে ড্রেন আটকিয়ে দেয়,
যখন দেখি, ঘুষখোরেরাও এক ওয়াক্ত নামাজ কাজা করে না !
চোখে জল আসে
যখন দেখি অমেধাবী ও বিদেশে অর্থ পাচারকারীর মরদেহ ঘিরে হাজার মানুষের ঢল
যখন দেখি, দেশ বরেণ্য বিজ্ঞানীর মৃত্যুর খবর কেউ জানে না, কবর হয় পরদেশে,
চোর বাটপাড় ভোটে জিতে যায়, বিজ্ঞব্যাক্তির জামানতের টাকাও ফিরে না পায় !
চোখে জল আসে
যখন দেখি, নিজেরাই নিজ দেশের মানুষ মেরে ফেলার দৃশ্য
নিজেদের মূল্যবান সম্পদ নিজেরাই ধ্বংস করার দৃশ্য
যখন ভিনদেশের মানুষ বলে- তোরা অসভ্য, অমানুষ সদৃশ !
চোখে জল আসে
যখন ফরেন পাসপোর্টের সুখে বন্ধু-পরিবার পার্টিতে নেমন্তন করে,
বিমানে, পাশের সিটে বসা স্বদেশী সহযাত্রীটি রঙ্গিন পানি চায়,
তখন চোখে জল আসে, পরকালের গিলমান ও সরাবুন তহুরার কল্পনায় !
চোখে জল আসে
যখন বিমানের জানালা দিয়ে প্রথম বাংলাদেশকে দেখি
সবুজ পাসপোর্টের লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি
কিন্তু, আমার চোখের জল কেউ দেখে না
দেখে শুধু আমি ও আমার পাসপোর্ট !