স্বপন মামার চায়ের দোকানের সামনে আড্ডাটা বেশ হলো। ২০০৭ সালের ২০-২২ আগস্ট সেনাশাসন বিরোধী ছাত্র গণঅভু্থানের অন্যতম সংগঠক মানবেন্দ্র দেব দা, শিবলী ভাই, সৌরব দা আর মি: এন্ট্রপোলজিস্ট শয়ন!! কতকিছুই যে শেখার আছে আমাদের,-আমরা কিনা দৌড়াই সিজিপিএর পিছে!! ক্যাম্পাস এর সাবেকদের মুখে ক্যাম্পাসের পুরনো দিনগুলির কথা শুনে সেসময়ের চিত্র কল্পনা করতেই যেন চেনা মনোজগতে অপ্রস্তুতভাবে একটা ধাক্কা খাই, চারপাশে তাকিয়ে দেখি সে দিনগুলো আজ তেমন নেই। অভিজ্ঞরা কতকিছুই যে জানে....নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় !! কতকিছুই বদলে গেছে আর কতকিছুই না বদলাবে, সবাই যার, যার সময়টাকেই তবু সেরা মনে করে। অবশ্য বাম বলেন-ডান বলেন, সাবেক বলেন্ - এক্সিস্টিং বলেন...সর্বশেষ পরামর্শ ওই সিজিপিএ -র ঠেলা পর্যন্তই!!