সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প
সংসার মানে মাসের শেষে টাকার হিসেব অল্প
সংসার মানে সারাদিন টুকটাক ঝগড়া
সংসার মানে রাত্রিবেলা ভালবাসার আখড়া
সংসার মানে তোমার আমার স্বপ্নে বাঁধা বুক
তুমি-আমি ছাড়াও রইল উঠোন ভরা সুখ ,,,
সংসার মানে শীতের সকালে তোমার রোদ পোহানো
সংসার মানে বেলকুনিতে সুতির শাড়ি শুকানো
সংসার মানে সাদের উপরে টবের পরিচর্যা
সংসার মানে অহেতুক কিছু চোখের পানি খরচা,,
সংসার মানে টেলিভিশনে হুমায়ুন স্যার এর নাটক
সংসার মানে ছুটির দিনে ঘরের ভেতর আটক
সংসার মানে তোমার ঘরে আমার স্বীকৃতি
সংসার মানে আমার ঘরে তুমি অতিথি .........।।