আমরা যারা ছাত্রলীগ করি,
আমরা শেখ হাসিনাকে 'আপা' ডাকি। শেখ হাসিনাকে কেও ম্যাডাম বা অন্যকিছু ডাকলে তার কেল্লা ফতেহ। তার পুত্রকে 'জয় মামা' ডাকি । মন্ত্রী-এম্পি সব আমাদের ভাই । বঙ্গবন্ধুর সাথে যিনি রাজনীতি করেছেন তিনিও আমাদের 'ভাই।' তোফায়েল ভাই, রাজ্জাক ভাই, আমু ভাই, আশরাফ ভাই... সবাই আমাদের ভাই । আমাদের ছাত্রলীগের সাবেক একজন , তাদের চেয়ে বয়সে অনেক ছোট একজনকে আমাদের 'স্যার' ডাকতে হয়। আমরাও স্যার,স্যার ডাকতে ডাকতে হয়রান !
সাধু,সাধু !!!