সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেড ও জাপানের দ্যা ব্যাংক অব টোকিও মিতসুবিসি ইউএফজে লি. (বিটিএমইউ) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহসান খসরুর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওএফজিবি আহমেদ কামাল খান চৌধুরী এবং বিটিএমইউ এর এশিয়া অ্যান্ড ওসেনিয়ার প্ল্যানিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার তাকুমা মাতসুইয়ামা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিটিএমইউর ঢাকা প্রতিনিধি অফিসের প্রধান ইয়াসুশী তাকিউচী ও উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে বিটিএমইউর ঢাকা প্রতিনিধি অফিস বাংলাদেশে কাজ করছে। প্রাইম ব্যাংক বিটিএমইউর সঙ্গে জাপানীস ইয়েনের নস্ট্র হিসাব পরিচালনা করে। বিটিএমইউর জাপান এবং অন্যান্য দেশের কর্পোরেট গ্রাহকরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
চুক্তির আওতায় এ কোম্পানিগুলোকে বাংলাদেশে অ্যাকাউন্ট সার্ভিস, ট্রেড সার্ভিস, ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস সহ সব ধরণের ফিন্যান্সিয়াল সার্ভিসের জন্য প্রাইম ব্যাংক সহযোগিতা করবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩