বিভীষণকে আমরা ঘরের শত্রু বলেই জানি কিন্তু ইদানিং আমাদের দেশে টেলিভিশনই যেন ভীষণ বিভীষণ হয়ে দাঁড়িয়েছে। যার মাধ্যমে খাল কেটে কুমীর আনার মত কিছু বিদেশী চ্যানেল ঢুকে পড়েছে আমাদের ঘরে। যা ক্ষত-বিক্ষত করে চলেছে আমাদের পরিবার ও সমাজকে। সম্ভবত এসব কারণেই নীতিবাক্যগুলোও এখন বিস্মৃতিতে আক্রান্ত। আসলে আমাদের অনেকেরই ভাবে দেশ প্রেম থাকলেও স্বভাবে তার বড়ই অভাব। যাদের এসব নিয়ে সোচ্চার থাকার কথা তারাও বা কেন চুপচাপ বোধগম্য নয়। উল্টো বিদেশী নাটক, সঙ্গীত বা চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে আমাদের এখানে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বেশ সোচ্চার-যা কাম্য নয়।
মিডিয়ার এই উন্মুক্ত যুগে আমাদের সচেতনভাবে নির্ধারণ করতে হবে আমরা কোনটা দেখবো আর কোনটা দেখবো না। আর এই সচেতনতার উপরই আমাদের জাতি ও জাতির সংস্কৃতির ভবিষ্যৎ নির্ভর করে। তবে আমাদের দর্শকরাও যাতে বিদেশি চ্যানেলমুখী না হন সেজন্যে চ্যানেলগুলোতে বিজ্ঞাপন যন্ত্রণা কমাতে হবে, পাশাপাশি অনুষ্ঠানেরও মানোন্নয়ন করতে হবে। আসুন-আগ্রাসনে গ্রাস করার ত্রাস সৃষ্টিতে উদ্যত এইসব বিদেশী অনুষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার হই।