অং সান সুচিকে বিএনপি চেয়ারপার্সনের অভিনন্দন
“মিয়ানমারের সাধারণ নির্বাচনে নোবেল বিজয়ী অং সান সুচি’র নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী’র জয়লাভে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অভিনন্দন জানাচ্ছে।
মিয়ানমারের জনগণ যেদেশে সুদীর্ঘ সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন করে এসেছে-এই নির্বাচনের মধ্য দিয়ে সেদেশে গণতন্ত্র’র নবধারা সূচিত হবে বলে আমার বিশ্বাস।
জগণের রায়কে যেদেশের ক্ষমতাসীনরা মেনে নিয়েছেন এবং সম্মান জানিয়েছেন, তা জেনে আমি খুশী হয়েছি।
জনগণ যদি অবাধে ভোট দিতে পারে-তাহলে জনগণের রায় তাতে প্রতিফলিত হয়।
বাংলাদেশেও আমাদের দল ও অন্যান্য বিরোধী দল গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠার জন্য একটি অবাধ নির্বাচনের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে বহুদিন ধরে।
আমরা বিশ্বাস করি, বাংলাদেশে এখন যে গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলশ্রুতিতে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে-তা নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন জরুরী।
মানুষের ভোটাধিকার হরণ করে, ভোট ছাড়া এখন যে সরকার ক্ষমতায় রয়েছে-তারা জনগণের রায় দেয়ার জন্য একটি মুক্ত নির্বাচন আয়োজনের সকল প্রতিবন্ধকতা দুর করতে উদ্যোগী হবেন বলে আমি এখনও আশা করি।
রাজনৈতিক দলগুলোর ভোটের মাধ্যমেই জনগণের রায় গ্রহণ করার মানসিকতা থাকা উচিৎ। জবরদস্তিমূলক শাসনব্যবস্থায় টিকে থাকার কৌশল পৃথিবীর কোন স্বৈরাচারকেই কোন দিন সুফল দেয়নি।
বাংলাদেশের ক্ষমতাসীনরা এ সত্যটি উপলব্ধি করবেন বলে আমি বিশ্বাস করি।”
বার্তা প্রেরক
(ড. আসাদুজ্জামান রিপন)
মুখপাত্র
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।