আমার শৈশবের ঘোড়া ছুঁড়ে ফেলেছিল আমারে
ঝুলে পড়া বিবর্ণ সূর্যের মরে যাবার বেলায়
তার শরীরে পাঁচ শ চাবুকের ঘা তখন ম্রিয়মাণ
এক হাজার শৈশবের মতো।
সূর্যের বিবর্ণ শেষ আলো দেখেছিলো শেষ
অপরিপক্ক শরীর এক, শেষ আলো পড়েছিল
তার মুখে শেষ বারের মতো।
নাটকের সাতটি দৃশ্য মুলতবি রেখে
তার চোখ নিয়েছিলো শুষে বুড়ো রোদের বাসি আলো
প্রথম অঙ্কের শেষ যবনিকার দরজায়।
২৫ জুন ২০১৬, এথেন্স