একসময়
আমি নিজেকে অনেক ভালো রাখার চেষ্টা করেছি
চেষ্টা করেছি ভালো থাকারও,
তখন মানুষ আমাকে খারাপ বলেছে
আর এখন
আমি নিজেকে খারাপ করছি
খারাপ থাকারও করছি চেষ্টা,
অথচ মানুষ দেখছি আমাকে ভালো বলছে
আসলে আমি নিজেই বুঝতে পারছি না
আমি আসলে করবোটা কি আর থাকবো কেমন
পারবেন কি আপনি বলতে ??