বাংলাদেশে অবস্থানরত বড়ুয়া বৌদ্ধরা নিজেদের বাঙ্গালী হিসেবে পরিচয় দিয়ে আসছে, এবং কিন্ত চট্টগ্রামে পুরনো বাঙ্গালী মুসলিমরা বড়ুয়াদেরকে মগ হিসেবে চেনে বা জানে। সাম্প্রতিক সময়ে শ্রদ্ধেয় উ পঞঞা জোত মহাথের বড়ুয়া বৌদ্ধদের প্রচীন ইতিহাস পর্যবেক্ষণ ও গবেষণা করে তাদের ঐতিহ্য ফিরিয়ে দিতে মার্মাগ্রী টাইটেল ব্যবহারে পরামর্শ দেন, অনেকে সাদরে গ্রহণ করেছেন, কেউবা ইতিহাস সম্পর্রকে অবগত না হওয়ায় শ্রদ্ধেয় ভান্তেকে ভুল বুঝছে। কেননা ভান্তে তাদেরকে সেই পরামর্শ দিল কেন।
ভারত, বাংলা, মায়ানমারে বড়ুয়াদের বসবাস। বাংলায় বড়ুয়ারা নিজেদের বাঙ্গালী অংশ মনে করে, ভারতের বড়ুয়ারা আজকাল সুবিধা জন্য অনেকে মগ টাইটেল ব্যবহার করা শুরু করেছে, মায়ানমারে বড়ুয়ারা নিজেদের মারমাগ্রী হিসেবে পরিচয় প্রদান করেন।
কিন্ত দূ:ভাগ্যবশত আজ দুয়েকদিন মধ্যে পুলক কান্তি বড়ূয়া নামে এক ব্যক্তি বড়ুয়াদের এই দেশে আদিবাসী হিসেবে তার গবেষণা সূত্রে দাবি করছেন। এখন দেখার বিষয় পন্ডিত, জ্ঞানী, গবেষক দের মতামত কি আসে!