:: এই যে আঙ্কেল ওই পাড়ায় দেখলাম আপনার ছেলে ও তার বন্ধুরা মিলে মেয়েদের উত্যক্ত করছে।
-
আঙ্কেলঃ হ্যাঁ; ও তেমন কিছুনা, এই বয়েসের ছেলেপুলেরা একটু আধটু দুষ্টুমি করেই থাকে! -
:: সরি আঙ্কেল আমি একটু ভুল বলেছি, ওই পাড়ায় দেখলাম আপনার মেয়েকে কয়েক জন ছেলে উত্যক্ত করছে।
- আঙ্কেলঃ কি! আমার মেয়েকে রাস্তায় উত্যক্ত করা, আজ ওদের একদিন কি আমার একদিন।
- :: সেকি আঙ্কেল! এইমাত্র যে আপনি বললেন, এই বয়েসের ছেলেপুলেরা.............!!! -
-
-
এই হল আমাদের সমজের অবস্থা, নিজের বা নিজের পরিবারকে সুরক্ষিত দেখতে চাই, কিন্তু আমার আপন কেউ যদি অন্যের ক্ষতি করে তখন আমি সেটার অন্য যে কোন একটা ব্যাখ্যা দিয়ে পাশ কাটিয়ে যাই।
-
-
মহান আল্লাহ্ বলেন-
"হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্নীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্খী তোমাদের চাইতে বেশী। অতএব, তোমরা বিচার করতে গিয়ে মনের কামনা-বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বল কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কর্ম সম্পর্কেই অবগত। (সুরা আন নিসাঃ ১৩৫)
-
অতএব তোমরা সে দিনেকে ভয় কর, যেইদিন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোন সুপারিশও কবুল হবে না; কারও কাছ থেকে কোন বিনিময়-ও গ্রহণ করা হবে না। এবং তারা কোন রকম সাহায্যও পাবে না। (সুরা বাকারাঃ ৪৮)