আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য হয়ে সিরিয়ায় যুদ্ধ翻訳 - আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য হয়ে সিরিয়ায় যুদ্ধ英語言う方法

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্ট

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য হয়ে সিরিয়ায় যুদ্ধ করছেন বাংলাদেশি দুই যুবক। আরও ১৫-২০ জন যুবক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এঁদের বেশির ভাগই প্রকৌশলী। উচ্চ শিক্ষিত ও মেধাবী এসব তরুণ-যুবক তলে তলে সংগঠিত হচ্ছেন।
আইএস-এর একটি ছোট দলের সমন্বয়কারী সন্দেহে গ্রেপ্তার করা কম্পিউটার প্রকৌশলী আমিনুল ইসলাম বেগ গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান বলে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
আইএস-এর সঙ্গে জড়িত সন্দেহে গত রোববার বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে আমিনুল ইসলাম ও সন্ধ্যায় লালমাটিয়ার বাসা থেকে একটি ইসলামী স্কুলের প্রধান সাকিব বিন কামালকে গোয়েন্দা পুলিশ আটক করে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বইপত্র, মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহাদত হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। সেই মামলায় তিন দিনের রিমান্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে।
জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ছোট আকারের দল করে কিছু যুবক আইএস-এর পক্ষে ইরাকে যাওয়ার চেষ্টা করছে। আমিনুল ইসলাম এ রকম একটি দলের প্রধান বলে মনে করা হচ্ছে। দেশের ভেতরে এ রকম আরও অনেক দল আছে বলে তিনি মনে করেন।
জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। কথাবার্তায় কোনো রাখঢাক নেই। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ইরাকে যুদ্ধ করার জন্য বাংলাদেশি যুবক গাজী সোহাগ ও মো. নজিবুল্লাহ কিছুদিন আগে বাংলাদেশ ত্যাগ করেছে। দুই যুবকের মধ্যে বিদ্যুৎ প্রকৌশলী গাজী সোহাগ দুই মাস আগে এবং মেরিন প্রকৌশলী নজিবুল্লাহ তিন মাস আগে ঢাকা ছাড়েন। তবে এঁদের বিস্তারিত আর কোনো তথ্য হাতে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, গাজী সোহাগের বাড়ি ফরিদপুরে আর নজিবুল্লাহর বাড়ি উত্তরাঞ্চলের কোনো জেলায়। আরও যেসব যুবক যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে, তাদের কয়েক জনের নামও জানিয়েছেন আমিনুল। এঁরা হলেন আতিক সরকার, সিফাত, মো. আবদুল্লাহ ও জাভেদ কায়সার।
আমিনুল পুলিশকে জানিয়েছেন, ২০১৩ সালে তিনি আইএস নিয়ে পড়াশোনা শুরু করেন। একপর্যায়ে তিনি বিশ্বাস করেন যে এ ধরনের যুদ্ধে যাওয়া তাঁর ঈমানি দায়িত্ব। এরপর তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু করেন। কিছুদিন আগে জাপানে বসবাসরত সাইফুল্লাহ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তিনি ইরাকে যাওয়ার ব্যাপারে সাহায্য করতে রাজি হন। তবে সিরিয়া হয়ে, না তুরস্ক হয়ে তাঁরা যাবেন তা এখনো ঠিক করা হয়নি। নিজেদের যোগাযোগের জন্য তাঁরা বিশেষ একটি মাধ্যম ব্যবহার করেন। এ মাধ্যমে ৬ মিনিট পর পর ডাটাগুলো নষ্ট হয়ে যায়।
গোয়েন্দা সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম মালয়েশিয়ায় কম্পিউটার সায়েন্স এবং আইটি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন। দেশের একটি মোবাইল ফোন কোম্পানি, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি, কোমলপানীয় কোম্পানি কোকাকোলার আইটি বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম, বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বালাকড়ে। আমিন বেগের অন্যতম সহযোগী আশরার আহমেদ খান চৌধুরী গত মার্চে গ্রেপ্তার হন গোয়েন্দা পুলিশের হাতে।
পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গি দলের সঙ্গে আমিনুলের যোগাযোগের বিষয়টি তাঁর পরিবারের সদস্যরা জানেন না। অভিযানের সময় আমিনুলের ল্যাপটপটি পাঁচতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তবে কে সেটা ফেলেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গতকাল দুপুরে আমিনুলের উত্তরার বাসায় গেলে কেউ কথা বলতে রাজি হননি। উত্তরা ১৪ নম্বরে একটি ফ্ল্যাটের মালিক তিনি। বাসায় তাঁর স্ত্রী দুই সন্তান ও মা রয়েছেন। আমিনুলকে গ্রেপ্তারের ব্যাপারে কথা বলতে চাইলে কেউ রাজি হননি।
তবে বাসার নিরাপত্তাকর্মী নুরু মিয়া জানান, গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ আমিনুলকে ধরে নিয়ে যায়। এ সময় তাঁর মা কাউকে ভেতরে ঢুকতে দেননি। তিনি জানান, আমিনুলের দুই ছেলে। বড় ছেলে মাদ্রাসায় পড়ে, ছোট ছেলে একটি স্কুলে প্লে গ্রুপে পড়ে।
গ্রেপ্তার হওয়া সাকিব বিন কামাল লালমাটিয়ায় ‘দা ফ্রনটিসটেরি স্কুল’ নামে একটি ইসলামি স্কুল পরিচালনা করেন। যে বাড়িটিতে স্কুলটির অবস্থান তার উপরের তলায় থাকেন তাঁর শাশুড়ি। সাকিবের আদিবাস চট্টগ্রামের বহদ্দারহাট উপজেলার মৌলভীপাড়ার খাজা রোডে। বাবার নাম আখতার কামাল।
গতকাল দুপুরের সাকিবের বাড়িতে গেলে কেউ কোনো কথা বলতে রাজি হননি।
0/5000
ソース言語: -
ターゲット言語: -
結果 (英語) 1: [コピー]
コピーしました!
The militant group Islamic State of (IS) is a member of two Bangladeshi men are fighting in Syria. 1520 is ready for more young men to go to war. Most of them are engineers. These highly educated and talented young man is being organized under the surface.
IS a small group of computer engineers coordinator arrested on suspicion of Islam Beg told police during interrogation that the police officials involved in the investigation.
IS on Sunday on suspicion of involvement with Mr. Islam from his Uttara residence in the afternoon and in the evening from the home of an Islamic school principal Sakib bin Kamal Lalmatia police detective. A huge amount from them jihadi books, mobile phones and computers were seized. At least Detective Inspector Shahadat Hossain filed a case with the anti-terrorism law, West Uttara Police Station. The three-day remand in the case of Dhaka Metropolitan Police are questioning both of them.
If you want to know about the interrogation, the police, the Additional Deputy Commissioner Md. Shah said the first light, the small size of some of the youth team is trying to go to Iraq on behalf of the IS. Islam is believed to be at the head of a group. There are many teams in the country, such as, he said.
Officials with the interrogation of the arrested persons is the answer to all the questions. There is no secret conversation. During the interrogation, they said, the war in Iraq and said the Bangladeshi youth Sohag Gazi. Nazibullah Bangladesh has left a few days ago. Sohag Gazi two young power engineers and marine engineers Nazibullah two months ago, three months ago left Dhaka. However, the information was not in any of these details. Initially, the police may know, home in Faridpur Sohag Gazi district in the northern part of the house Nazibullah. Police also learned that the young men who are preparing to go to war, they were also a few people, Mr.. These Atiq government, Sifat, Md. Abdullah and Javed Kaiser.
Mr. police said, with the IS 013, he began his studies. At one stage, he believes that his religious duty to such a war. Then he began to communicate through. A few days ago in Japan living in contact with a man named Saifullah. He agreed to go to Iraq to help. However, to Syria, Turkey, and they will do what has not been taken yet. They used a special medium for their communication. At 6 minutes after the data is lost.
Intelligence sources, Mr. Islam was arrested in Malaysia with higher degree in Computer Science and IT returned home. The mobile phone company, Internet provider company, komalapaniya company Coca-Cola worked as head of the IT department. His father's name Jewelry, Home Gopalganj Sadar Upazila balakare. Amin Ahmed Chowdhury asarara associate of speed, was arrested last March in the hands of the secret police.
Police officials, Mr. Islam militant group to maintain contact with his family members did not know. Mr. Islam's laptop was down to five operations. Who did it, it could not be sure. His wife and sons in the family will all be questioned.
Yesterday afternoon, when Mr. Islam's Uttara house refused to talk to anyone. At 14 he was the owner of a flat in Dhaka. At home, his wife and the mother of two children. Aminul arrest did not want anyone to talk about.
But the home security Nuru, Aminul picked up by police last Thursday afternoon. His mother did not enter any one time. He said that Mr. Islam's two sons. Son of madrasas, a small boy in a school play in the group.
The arrested Shakib bin Kamal lalamatiyaya 'The phranatisateri School as an Islamic school year. If the upper floor of the house of his mother-in-law of the location of the school. Tribal champion at Chittagong Bahaddarhat maulabhiparara Khawaja Road. Kamal Akhtar's name.
Yesterday afternoon, refused to talk to him to go home.
翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: