জাপান ডায়েরী:
---------------------------
হাইট অব পোলাইটনেস :
এখানে নতুন নতুন আসার পরে একদিন বিকেলে আমরা বের হইছি একটা শপিং মল এ যাবো। বাস স্ট্যান্ড এ গিয়ে ওই জায়গার বাস শিডিউল আর খুঁজে পাই না, জাপানিজ এ বিশাল বড় এক চার্ট, কিছুক্ষন চেষ্টা করে দেখি সন্ধ্যা হয়ে আসছে। রাস্তার আরেক পাশে গিয়ে অন্য বাস স্ট্যান্ড এ চেষ্টা করলাম, ২/১ জন কে বললাম, বুজানো গেলো না, কারণ জায়গার নাম ভুল বলছিলাম।
এক মাঝ বয়সী মহিলাকে জিজ্ঞাসা করলাম, সে জায়গা চিনতে পারলো ঠিকই, বাস শিডিউল জানে না. ওই মহিলা আমাদের নিয়ে চৌরাস্তার চার পাশের সব বাস স্ট্যান্ড ঘুরলো, দৌড়ালো, নিজে না পেরে আরো ২ জন কে জিজ্ঞাসা করে ঠিক ২০ মিনিটের মাথায় ঠিক বাস নাম্বার টাই দিলো! যেখানে আমরা শুরুতেই খুজতেছিলাম।
একটা সময়ে আমাদেরই খারাপ লাগছিলো, বললাম ভাই তুমি তোমার কাজে যাও, আমাদের সাহায্য লাগবে না :( সে আরো হতাশ হয়ে গেলো, আমাদের সঠিক তথ্য দিতে না পারায় সে মোটামুটি পেরেশান !
যাওয়ার আগে বার বার 'সুমিমাসেন সুমিমাসেন' বলে গেলো(মানে আমি দুঃখিত যে তোমাদের খুঁজে দিতে এতো টাইম লাগলো )
আমরা পরে আর যাই নি, বাসায় এসে ভাবতেছিলাম, আমার দেশের কথা!!
এখানে নরমালি কারো কাছে সাহায্য চাইলে ওরা যতটা পারে আপনাকে সাহায্য করবে.. আমরা কি এ রকম কিছু স্বপ্নে ও ভাবতে পারি!