বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশনার সঙ্গে সংগতি রেখে ইপিজেডের জাপানি একটি প্রতিষ্ঠান প্রথম মহিলা ডরমিটরি নির্মাণ করেছে জেনে আমি আনন্দিত।’ তিনি বলেন, বাংলাদেশ ও জাপান দুই বন্ধু রাষ্ট্র। ২০১৪ সালে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের দেশ সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হয়েছে। তিনি গতকাল চট্টগ্রাম ইপিজেডে জাপানি ইলেকট্রনিকস শিল্পপ্রতিষ্ঠান মেসার্স অপ-সিড কো. (বিডি) লিমিটেড নারী শ্রমিকদের জন্য ডরমিটরির উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান প্রমুখ। জাপানি রাষ্ট্রদূত আরো বলেন, ‘জাপানের মতো বাংলাদেশের নারীরাও সব ক্ষেত্রে এগিয়ে যাবে।’ বেপজা ও জেট্রোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তি ইপিজেডে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে অবদান রাখছে। চট্টগ্রাম ইপিজেডের ৭ নম্বর সেক্টরসংলগ্ন মধ্য হালিশহরের দামপাড়ায় অবস্থিত এই ডরমিটরিতে ৮০০ নারী শ্রমিকের আবাসনের ব্যবস্থা রয়েছে। ইপিজেডের কোনো শিল্পপ্রতিষ্ঠান কর্তৃক নির্মিত এটি প্রথম মহিলা ডরমিটরি। উদ্বোধনী অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, এই ডরমিটরি নির্মাণের ফলে নারী শ্রমিকদের আবাসন সমস্যার সমাধানসহ অর্থনৈতিকভাবে উপকৃত হবে। তারা উত্পাদনে মনোনিবেশ করতে পারবে, যা তাদের দক্ষতা এবং উত্পাদনশীলতা বৃদ্ধি করবে। তিনি চট্টগ্রাম ইপিজেডের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও এই ধরনের ডরমিটরি নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মহিলা শ্রমিকদের জন্য নির্মিত সাততলা বিশিষ্ট এই ডরমিটরির মোট কক্ষ ১০৮টি। ডরমিটরিতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতিসহ প্রত্যেক ধর্মাবলম্বীর জন্য আলাদা রান্নার ব্যবস্থা এবং উপাসনালয় রয়েছে যেন শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। - See more at: http://www.kalerkantho.com/print-edition/industry-business/2016/02/02/320083#sthash.2xgPqPtn.dpuf