গরু কিনতে কখনও যাওয়া হয় না। কোরবানিতে গরু কোরবানি করা ও তা প্রসেস করা আমার খুব পছন্দ। সবচেয়ে বেশী পছন্দ রান্নার চুলায় থেকে মাংশ নিয়ে সবার সাথে বসে খাওয়া, বাচ্চাদের হইচৈ, সালামি নিয়ে দরা দরি। উপভোগ করি বাচ্চাদের উল্লাস। জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে আমার অফিসে বসে, আমার বাড়ির উঠানটাকে আমি খুব মিস করছি আজ।