“এমন অনেক দিন গেছে- আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,…..আমার প্রতীক্ষা তবু ফুরোবে না” - রফিক আজাদের এই কথার পংতিগুলো হয়তো অনেকের জীবনে সত্যি হয়ে এসেছে। মানবজীবনে লতার মতো এই ‘অপেক্ষা’ আর ‘প্রতীক্ষা’ অংগা-অংগি ভাবে জড়িয়ে আছে প্রতিনিয়ত:। জীবনচক্রের কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব বা বার্ধক্যের ঘূর্ণনে পুরোটা চক্র জুড়েই নিবিড়ভাবে জড়িয়ে থাকে রসায়নের মতন-ই। ‘অপেক্ষা’ ও ‘প্রতীক্ষা’ উভয় শব্দের মধ্যে অর্থগত তেমন কোন পার্থক্য নেই। তবে গভীরভাবে নিরীক্ষণ করলে এই সুক্ষ্ম পার্থক্য অনুধাবন করা যায়। অনেকটা ভাবগত শব্দ বিন্যাসে - যেমন অপেক্ষার যন্ত্রণা, প্রতীক্ষার প্রহর। আসলে অপেক্ষা হলো সফলতার সেতু আর প্রতীক্ষা হলো অপেক্ষার অবসান। প্রতীক্ষার সময়টা সাধারণত অপেক্ষার সময় থেকে দীর্ঘায়িত হয়। যেমন- অধীরচিত্তে বসিয়া প্রেয়সীর প্রতীক্ষা। প্রতীক্ষার অবসান যেন হয় না গো সখি!! (একটু অপেক্ষা থেকেই এই লিখাটি)।