মন খারাপের মেঘ আমাকে ভিজিয়ে দাও আরো
কার জন্য অশ্রু ঝরাও, আমি কি আর কারো?
আমার জন্য লাল রং নয়, নয় বাহারী ফুল
আমার জন্য বর্ষা কেবল, উপচে নদীর কূল
মন খারাপের মেঘ আমাকে মেঘের বাড়ী নাও
আমার জন্য আকাশ জোড়া রংধনু রং দাও।
আমার জন্য একফালি চাঁদ দাও আঁধারের গান
আমাকে দাও স্বপ্নবিহীন ঘুমপাড়ানী গান
সব ভুলে যাই, সব কিছু আজ , স্মৃতির কৌটা খালি
আমার জন্য শুণ্য মাঠে একলা হাতের তালি.....