ফেসবুক জিগাই what's on your mind? তোমার মন কী বলতে চায়? বলতে তো চায় অনেক, কিন্ত কী বলবো? আজকে একটা ইন্টারভিউ দিলাম অনেক বছর পর। চাকরীর ইন্টারভিউ নয়, আমার বাড়ীতে মেহমান বেড়াতে আসবে সেই কারণে ইন্টারভিউ। অনেকে প্রশ্ন করতে পারেন, বাড়ীতে মেহমান আসবে, ইন্টারভিউ লাগে কেন? অ্যানিওয়ে, আমার ইন্টারভিউর অভিজ্ঞতার কথা বলতে মন চাইছে এই ফেসবুকে।
আমার বাড়ী হলো এই বাংলার অভ্যন্তরে ‘উপজাতি অধ্যূষিত’ এলাকায়। বেশ ক’দিন হলো এক বিদেশী বন্ধু আমার বাড়ীতে বেড়াতে আসতে চাচ্ছে। তাকে সাফ বলে দিয়েছি, ‘উপজাতি অধ্যূষিত’ এলাকায় বেড়াতে আসতে চাইলে আমাদের সদাশয় সরকারের অনুমতি লাগে। যেই বলেছি, সে সদাশয় সরকারের অনুমতির জন্যে আবেদন করেছে। তার আবেদনপত্রে আমি হলাম হোস্ট। সে অনেকদিন ধরে অপেক্ষা করছে, যদিও বলা হয়েছে ১০ দিন পূর্বে আবেদন করতে হবে।
তার তর সয় না। আমাকে সর্বশেষ একটা ই-মেইল দিয়েছে। বলেছে, “আমি এর আগে এত বেশি বাংলাদেশী হতে চাইনি”। সে বলতে চেয়েছে, সে বাংলাদেশের প্রেমে পড়েছে। বাংলাদেশে না এলে এরকম বাংলাদেশী হওয়ার অনুভূতি হতো না। বাংলাদেশী হতে চায়। শখ করে বাংলা শিখছে। তার সাথে কিছু বাংলা, কিছু ইংরেজী মিলিয়ে কথা বলি। তার আবার পাহাড় দেখা আর পাহাড়ে বেড়ানোর শখ। ঢাকার ট্রাফিক জ্যাম ছেড়ে ‘উপজাতি অধ্যূষিত’ পাহাড়ে তার মন ছুটে আসতে চায়। চাইলে কী পারা যায়? সে আমার ইমেইলের জবাব দিয়েছে, “ I never give up"
এখন হোস্ট হিসেবে এই আমার মত নিরীহ উপজাতিকে ইন্টারভিউ দিতে হচ্ছে বেশ ক’দিন ধরে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক প্রশ্ন। বিদেশী মেহমানরা পাহাড় দেখতে চায় কেন? কী করতে চায়? কীভাবে পরিচয়? কতদিনের পরিচয়? শুধু বেড়াতে, নাকি অন্য কিছু? সহজ সরল উপজাতি, "অন্য কিছুর” কী জবাব দিই! তলে তলে চান্দি জ্বলে উঠতে চায়। কদুর তেল আর নবরত্ন তেল মেখে ঠান্ডা চান্দি কুল কুল করে রাখি।
প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ছিলো। অনেক প্রশ্নের ভীড়ে একটা প্রশ্ন ছিলো - কোথায় লেখাপড়া করেছেন? জবাব ছিলো, ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্ট? জবাব, অর্থনীতি। এসএসসি আর এইচএসসি’র রেজাল্ট কেমন ছিলো?
মনে হচ্ছে, ইন্টারভিউ বোর্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছি। চান্দি একটু কুল কুল করে মুচকি হাসি দিয়ে বললাম, “আমাদের সময়ে তো জিপিএ ফাইভ-টাইব ছিলো না। তখন ছিলো ফার্স্ট ডিভিশন, স্টার মার্কস, বোর্ডস্টান্ড। আমার কোনমতে, স্টার ছিলো”।
“ওহ, তাহলে আপনি ব্রিলিয়্যান্ট ছিলেন”!
বুঝলাম না, প্রশংসা নাকি ঠাট্টা।
ঠাট্টার শেষ কোথায় জানি না। কার কাছে জবাব চাই!