অধিকার
অপ্সর বায়েন
তুমি অন্য কারো হাত ধরে যখন হাটো
দূর থেকে দেখি তোমাদের পথচলা
সিগার ফেলে উল্টো পথে হাটতে হাটতে ভাবি
তুমি আমার নও , তোমাকে ভুলে যাওয়াই শ্রেয়
সারাদিন ভবঘুরের মত আড্ডায় সময় কেটে যায়
কিন্তু যখন আঁধার নামে একাকিত্ব গ্রাস করে আমাকে
তখন আমার সবটা জুড়ে শুধু তুমি শুধু তুমি
শয়নে স্বপনে নির্জনে নিভৃতে শুধু তোমাকেই পাই
জানি তুমি আমার নও , তোমাকে ভুলে যাওয়াই ভালো
কিন্তু বেহায়া এই মনতো মানে না
অনুরাগী আমি তোমার প্রেমে , ভালোবাসি তোমাকে
বলবো না আমাকে ভালোবাসো তুমি বলবো না আমার হও
শুধু এইটুকু চাওয়া, ভালোবাসার অধিকার টুকু দাও।।