সব সময় যেন এমন অসম সংঘাতই ঘটে! একদিকে ব্রিটিশ সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক, অন্যদিকে জাপানের তৈরি টয়োটা হ্যাচব্যাক! চ্যালেঞ্জার ট্যাঙ্কে ছিলেন তিন ব্রিটিশ সেনা, জাপানি গাড়িতে ছিলেন ১৮ বছরের এক জার্মান তরুণী। জার্মানির পুলিশ জানিয়েছে, অসম এই সংঘর্ষে গাড়িটির সামনের অংশ গুঁড়িয়ে গেলেও অন্ততপক্ষে শেষ রক্ষা হয়েছে। জার্মান তরুণী অক্ষত রয়েছেন।
দ্য গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানির আগুস্টডর্ফ শহরের কাছে বেখেয়ালেই ব্রিটিশ ট্যাঙ্ক বহরের সামনে পড়ে গিয়েছিলেন ওই জার্মান তরুণী। স্থানীয় পুলিশ জানিয়েছে, পাশের একটি রাস্তা থেকে বাম দিকে মোড় নিয়ে মহাসড়কে ওঠার সময় অগ্রসরমাণ ট্যাঙ্ক বহর দেখতে পাননি নবিশ গাড়িচালক।
এ অবস্থায় ওই তরুণীর গাড়িকে অকস্মাৎ সামনে চলে আসতে দেখলেও ব্রেক কষতে কষতেই গাড়িটির বনেটের ওপর দিয়ে গড়িয়ে যায় বহরের একদম সামনে থাকা চ্যালেঞ্জার-টু ট্যাঙ্কটি। তবে, এ ঘটনায় চালকের আসনে থাকা তরুণী অক্ষত ছিলেন। জার্মান পুলিশের এক মুখপাত্র লার্স রিজেরবুশ দ্য গার্ডিয়ানকে এ খবর নিশ্চিত করেছেন।
নিকটবর্তী একটি ব্রিটিশ সেনা ঘাঁটি থেকে ট্যাঙ্ক বহরটি নিয়মিত অনুশীলনে যাওয়ার সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। জার্মানির পুলিশের হিসাবে এ দুর্ঘটনায় ওই গাড়িটির ১২ হাজার ইউরোর ক্ষতি হয়েছে।
ব্রিটিশ সেনাবাহিনীর এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেছেন,‘আমরা নিশ্চিত করতে পারি যে, চ্যালেঞ্জার-টু ট্যাঙ্কের সঙ্গে একজন জার্মান নাগরিকের চালিত একটি গাড়ির সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রাজকীয় সামরিক পুলিশ জার্মানির সিভিল পুলিশের সঙ্গে এ বিষয়ে কাজ করে যাচ্ছে।’
জার্মানির পাডেরবর্নে ব্রিটিশ সেনাঘাঁটির কোনো ট্যাঙ্কের এটিই প্রথম দুর্ঘটনা নয়। এ বছরের শুরুর দিকে এই ঘাঁটির আরেকটি ট্যাঙ্ক পথের ধারে এক বয়স্ক দম্পতির জমির সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিয়েছিল। সেনাবাহিনী তখন জানিয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে ট্যাঙ্কটি রাস্তা ছেড়ে জমিতে উঠে গিয়েছিল।
সোমবারের দুর্ঘটনার পর জার্মানির একটি ওয়েবসাইট ব্রিটিশ সেনাবাহিনীর কাছে জানতে চেয়েছিল, ‘ব্রিটিশ ট্যাঙ্কের চালকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন কি না?’ জবাবে ব্রিটিশ সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন,‘আমাদের ট্যাঙ্ক ক্রুরা খুবই যথাযথ প্রক্রিয়ায় প্রশিক্ষিত।’ ওই ওয়েবসাইটের খবর অনুযায়ী মুখপাত্র আরও বলেছেন,‘ট্যাঙ্কের ভেতরে থাকা তিন ক্রু রাস্তা দেখছিল বলেই এত দ্রুত ট্যাঙ্কটি থামানো সম্ভব হয়েছে।’