উৎপল দাস, সিনিয়র প্রতিবেদক, সংবাদ২৪.নেটক্রিকেটার হিসেব বিশ্বসেরা অলরাউ翻訳 - উৎপল দাস, সিনিয়র প্রতিবেদক, সংবাদ২৪.নেটক্রিকেটার হিসেব বিশ্বসেরা অলরাউ日本語言う方法

উৎপল দাস, সিনিয়র প্রতিবেদক, সংবাদ২৪

উৎপল দাস, সিনিয়র প্রতিবেদক, সংবাদ২৪.নেট

ক্রিকেটার হিসেব বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন। প্রাপ্তির খাতায়ও অর্জন অনেক। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সুপারস্টার ও টাইগারদের প্রাণ ভোমরা সাকিব আল হাসান। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান এবার ব্যর্থ হয়েছেন আদাম পাচার করতে গিয়ে।

রোববার দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাকিব আল হাসানের ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি ফেয়িস্টা ইভেন্টম্যানেজমেন্ট লিমিটেডের নাম ভাঙিয়ে ‘জাপানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আদম পাচারে লিপ্ত সাকিব আল হাসান’ শিরোনামে একটি সংবাদ পরিবেশনের পর পরই ভেস্তে গেছে কোম্পানিটির আদম পাচারের মহা অসৎ পরিকল্পনা।

উল্লেখ্য, ফেয়িস্টা ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠা ২০০৮ সালে হলেও চেয়ারম্যান হিসেব বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রতিষ্ঠানটি নব যাত্রা শুরু করে চলতি বছরের ২ জানুয়ারি।

এরপর থেকেই সবচে বড় ইভেন্ট হিসেবে জাপানে আগামী এপ্রিল মাসের ১২-১৭ তারিখ পর্যন্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সব প্রস্তুতি গ্রহণ করে সাকিবের ব্যবসায়ী এ প্রতিষ্ঠানটি। কিন্তু তীরে এসে তরী ডুবল কোম্পানিটির।

সংবাদ২৪.নেট-এর অনুসন্ধানে আরো বেরিয়ে এসেছে, জাপানে অনুষ্ঠিতব্য ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট শিল্পী সংখ্যা হিসেবে ৩২ জনের সঙ্গে চুক্তি করা হয়েছিল। তাদের মধ্যে আলোচিত সংসদ সদস্য ও শিল্পী মমতাজ এবং কুমার বিশ্বজিৎ ছাড়া তেমন কোন তারকা শিল্পী বহরে নেই। তবে মোট ১৭২ জনের প্রতিনিধি দল নিয়ে জাপানে যাওয়ার কথা ছিল ফেয়িস্টার।

এদিকে, ঢাকস্থ জাপান দূতাবাস সূত্র আরো জানিয়েছে, ফেয়িস্টার জাপানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মোট ১৭২ জনের ভিসা দেয়া হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে দু,দেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তি আরো সুদৃঢ় করতেই সবাইকে ভিসা দেয়া হয়েছে।

ভিসা পাওয়া মোট ১৭২ জনের মধ্যে মমতাজ বাদে আরো ৫ জন সংসদ সদস্য রয়েছেন এবং ফেয়িস্টার কর্মকর্তা কর্মচারী হিসেবে ২৫ জন। মোট ৬৩ এবং প্রভাবশালী অতিথি হিসেবে আরো ৯ জনের ভিসা করানো হয়েছে। বাকি ১০০ জনকে ইভেন্টের বিভিন্ন কাজে লাগানো হবে এই মর্মে ভিসা দেয়া হয়েছে।

কিন্তু ইভেন্টের কাজে কোন ধরণের অভিজ্ঞতা নেই এমন কমপক্ষে ৩০ থেকে ৫০ জন লোক যারা এই সুযোগে জাপানের ভিসা নিয়ে আর দেশে না ফেরার চিন্তা করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ভিসাপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সংবাদ২৪.নেট’কে বলেছেন, ‘জাপানে আমার বড় ভাই ৮ বছর ধরে থাকছেন। আমি ফেয়িস্টার ইভেন্টের মাধ্যমে জাপানে যেতে পারলে কমপক্ষে ৫ বছর থেকে আসবো।’

এমন স্বীকারোক্তির পরই ফেয়িস্টা ইভেন্ট ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার কাজী ফারিন আল নাফিসের সঙ্গে টেলিফোনে সংবাদ২৪.নেট’এর এ প্রতিবেদক জাপান যেতে ইচ্ছুক এবং যাওয়ার কোন সুযোগ রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আমতা আমতা করে বলেন, ‘‘আমরা অনিবার্য কারণে জাপানের আগামী মাসের সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থগিত করেছি। মানবপাচারের বিষয়ে কোন কথা বলতে রাজি হননি এবং মিটিংয়ের ব্যস্ততা দেখিয়ে ফোনটি কেটে দেন।’’

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন নামধারী ইভেন্ট ম্যানেজমেন্ট দেশের বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী বা সহযোগী হিসেবে বিভিন্ন পেশার লোকজনকে পাচার করেছে।

এ ব্যাপারে বিশিষ্ট সংগীত পরিচালক বাসু দেব ঘোষ জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্তণালয়, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরণের অনুষ্ঠানের নামে কোন আদম যেন পাচার হতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়াতে হবে। সাকিব আল হাসানের নাম ভাঙিয়ে এ ধরণের ঘৃণ্য কাজ যেন না করা হয়, সে বিষয়ে সাকিবের আরো বেশি যত্নশীল ব্যবসায়ি হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
3005/5000
ソース言語: ベンガル語
ターゲット言語: 日本語
結果 (日本語) 1: [コピー]
コピーしました!
アットパール·ダス、シニアレポーター、sambada24neta 世界クリケットオールラウンダーが推定されている。多くの本を受け取る。世界段階のスーパースターとShakibアルハサンを表し事件、で殺さタイガース。しかし。アダマを密輸するShakibアル·ハサンの失敗した試行をクリケット選手「日本における文化イベントの名の下に犯しアダム密売、Shakibアルハサンを呼吸ibhentamyanejamenta、日曜日に民間テレビShakibアル·ハサン·イベント·マネジメント·カンパニー·リミテッド名前pheyistaを、タイトルは会社のニュースの後に削除されましたアダム密売偉大な邪悪な計画を。008年に設立され、推定世界pheyistaイベント管理、が、1月、同社の新発売のクリケット選手Shakibアル·ハサンの会長今年。4月1日から、日本で最大のイベント17に文化的なイベントがあります彼はビジネスで会社のすべてを受け取るための手配を。しかし、海岸dubala会社のボートは。さらに、アーティストの総数は3人に対処しなければならなかったように、文化的なイベントが日本でも開催されるから出てくるsambada24neta。MPと歌手Momtazで紹介され以後のないスター歌手は艦隊である。チームの17人の合計が、彼が持っていたが。日本のpheyistaraに移動します。一方、dhakastha日本大使館源は言った、ビザを与えられた17人の合計のために日本での文化イベントをpheyistara。文化交流契約を強化する2国は、すべてのビザだったを通して。合計17人で、議会の5人を除くと5のpheyistaraスタッフとしてビザムムターズを。以上の63のうち9とビザの合計がゲストとして影響力となっている。100人がこの効果に与えられた。されたビザの残りの部分で様々なイベントに利用される日本のビザの思想の国に戻る機会を持っていない、少なくとも30から50人の経験のいずれかの種類があることが、イベントに。私立大学sambada24netake匿名bhisapraptaは、言った: "私の兄日本に住んで8年。私は少なくとも5年から来pheyistaraイベントを通じて日本に行くだろう。「アル·ナフィス電話での毛皮のようなpheyistaイベント管理部長カジレポーターに告白した後、日本が行って喜んであり、彼は彼が望んだことを知っていたかどうかを確認する機会を持っていないsambada24netaera叔父たちは来月、日本で避けられない文化的なイベントを延期してきた」と述べた。ヒトでの人身売買、および会議はショービズについて話をしたくなかったが電話を切った。 '' しかし、過去数という名前のアーティストの、または異なる職業から人身売買人の外にイベント管理のパートナーとして文化的なイベントを。この点では、著名な音楽監督Basuのデブは言っゴーシュ、文化外務省とこのようなイベントの厚生労働省に代わって省は、増加することを望むすべての人に出荷ができません。神の名の下にそのような凶悪な行為のためにShakibアル·ハサンが呼吸ではない、彼は彼があなたの取引でより慎重であるためにそれがあったと述べた。






















翻訳されて、しばらくお待ちください..
 
他の言語
翻訳ツールのサポート: アイスランド語, アイルランド語, アゼルバイジャン語, アフリカーンス語, アムハラ語, アラビア語, アルバニア語, アルメニア語, イタリア語, イディッシュ語, イボ語, インドネシア語, ウイグル語, ウェールズ語, ウクライナ語, ウズベク語, ウルドゥ語, エストニア語, エスペラント語, オランダ語, オリヤ語, カザフ語, カタルーニャ語, カンナダ語, ガリシア語, キニヤルワンダ語, キルギス語, ギリシャ語, クメール語, クリンゴン, クルド語, クロアチア語, グジャラト語, コルシカ語, コーサ語, サモア語, ショナ語, シンド語, シンハラ語, ジャワ語, ジョージア(グルジア)語, スウェーデン語, スコットランド ゲール語, スペイン語, スロバキア語, スロベニア語, スワヒリ語, スンダ語, ズールー語, セブアノ語, セルビア語, ソト語, ソマリ語, タイ語, タガログ語, タジク語, タタール語, タミル語, チェコ語, チェワ語, テルグ語, デンマーク語, トルクメン語, トルコ語, ドイツ語, ネパール語, ノルウェー語, ハイチ語, ハウサ語, ハワイ語, ハンガリー語, バスク語, パシュト語, パンジャブ語, ヒンディー語, フィンランド語, フランス語, フリジア語, ブルガリア語, ヘブライ語, ベトナム語, ベラルーシ語, ベンガル語, ペルシャ語, ボスニア語, ポルトガル語, ポーランド語, マオリ語, マケドニア語, マラガシ語, マラヤーラム語, マラーティー語, マルタ語, マレー語, ミャンマー語, モンゴル語, モン語, ヨルバ語, ラオ語, ラテン語, ラトビア語, リトアニア語, ルクセンブルク語, ルーマニア語, ロシア語, 中国語, 日本語, 繁体字中国語, 英語, 言語を検出する, 韓国語, 言語翻訳.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: ilovetranslation@live.com