আপনি জানেনকি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে
২০১৫-২০১৬ শিক্ষা বর্ষে এস এস সি ও এইচ এস সি, প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে?
আপনি নিজের না লাগলেও এই তথ্যটি আপনার আশেপাশের
শিক্ষা বঞ্চিত কাউকে জানিয়ে তার শিক্ষা লাভের সুযোগ করে দিতে পারেন।
এস এস সি..
** আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ: ০১/০৮/২০১৬ হতে ২০/১০/২০১৬ খ্রি. পর্যন্ত( ফাইন ছাড়া)। ** ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২১/১০/২০১৬ হতে ৬/১১/২০১৬ পর্যন্ত আবেদন করা যাবে। ** ভর্তির ন্যূনতম যোগ্যতা: জেএসসি বা অষ্টম শ্রেণি বা সমমান পাস** কোর্স ফি মোট: ৩৭০০/ টাকা। (রেজিস্ট্রেশন ফি: ১৫০/. কোর্স ফি: ৩৫০০/ ( প্রতি বিষয় ৫০/০ করে মোট ০৭ টি বিষয় নিতে হবে) একাডেমিক ক্যালেন্ডার ৫০/) তবে যাদের গৃহীত বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে, যেমন কৃষিশিক্ষা, পদার্থ, রসায়ন .....) তাদেরকে প্রতি বিষয়ে অতিরিক্ত আরো ১০০/ টাকা করে জমা দিতে হবে)।
এইচ এস সি,
আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার তারিখ: ০৩/০৮/২০১৬ হতে ১৩/১০/২০১৬ খ্রি. পর্যন্ত ( ফাইন ছাড়া)।
** ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১৬/১০/২০১৬ খ্রি. তারিখ হতে ৩১/১০/২০১৬ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
** উদ্বোধনী ক্লাস : ২৩/১২/২০১৬ খ্রি তারিখে । ** ভর্তির ন্যূনতম যোগ্যতা: এসএসসি/দাখিল/কারিগরি শিক্ষা বোর্ড হতে পাস বা সমমান পাস। ** কোর্স ফি মোট: ৩৫৬০/ টাকা। (রেজিস্ট্রেশন ফি: ১৫০/. কোর্স ফি: ৩৩৬০/ ( প্রতি বিষয় ৫৬০/ টাকা করে মোট ০৬ টি বিষয় নিতে হবে) একাডেমিক ক্যালেন্ডার ৫০/ টাকা)। যারা ৪র্থ বিষয় নিবে, তাদেরকে মোট ৩৫৬০/ টাকার সাথে অতিরিক্ত ৫৬০/ টাকা জমা দিতে হবে।
মেসেজটি সয়ংক্রিয় তাই সকলে পেয়েছেন
বিরক্ত হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।