বার্মার রহিঙ্গা মুসলমানদের জন্য পৃথিবী সংকুচিত হয়েগেছে।এত বড় বিশাল পৃথিবীতে যেন এক ফিট মাটিও বরাদ্ধে নাই তাদের জন্য। আমাদের আপনাদের জায়গা হয়,মধ্য প্রার্চের নাম করা এক একটি ধনী মুসলিম দেশের জায়গা হয়, সারা পৃথিবীতে ছাড়িয়ে ছিটিয়ে থাকা কোটি বতি মুসলিমদের জায়গা হয়, কিন্তু মাত্র ৬ লক্ষ্য রহিঙ্গাদের একটু থাকা খাওয়া ও একটু নিশ্চিন্তে ঘুমানোর যায়গা হয়না,কিন্তু আমাদের দেওয়ার সাধ্য ছিল কিনা???আল্লাহর এমন প্রশ্নের যদি আমাদদের হাসরের ময়দানে করেন তাহলে আমরা আল্লাহকে কোন জবাব দিতে পারবো???