দুই, নারীর শরীর, মা হবেন কি হবেন না, হলেও কখন কবে কীভাবে হবেন সেটা নারীর সিদ্ধান্ত। হ্যাঁ, আমাদের সমাজ এটা বুঝবে না। কারণ আমাদের দেশে বিয়ের পর পরই মাতৃত্বের দায় চাপিয়ে দেয়ার জন্য শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া মহল্লার মানুষ পর্যন্ত উদগ্রীব হয়ে যায়। মেয়েটিকে কেউ জিজ্ঞেস করে না যে সে কী চায় বা তাঁর কী ইচ্ছা। ফলাফল, বহু মেয়ে অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের শিকার। মা ও শিশু দুজনেরই কষ্ট। সাথে ব্যর্থ সম্পর্ক, শারীরিক অসুস্থতা, মানসিক বিপর্যয়, অল্প বয়সে মা হয়ে আরও নানান কষ্টের মাঝ দিয়ে যাওয়া।