তুমি কি বেঁচে আছো অন্য কেউ হয়ে, অন্য অচেনার ভিন্ন মানসে?
তোমার দিবারাত্রির সরল শয়ানে কি অন্যের স্বপ্ন নেবে আসে?
তোমার যত কবিতা-গান-কথামালা, গড়ে চলো যত কীর্তি আরো,
সকল কি তোমার প্রথম ভগ্ন হৃদয়সম শুন্য মনে হয় অন্য কারো
দুটো স্তুতি ছাড়া? না পেলে স্তব, না শুধালো কেউ কত মহান তুমি হও,
তোমা দিয়ে গড়া তুমি কি তাতে, মরীচিকা যেমন, মিথ্যে পড়ে রও?