আজ সকাল থেকে টোকিয়ো তে তুষার পাত শুরু হল, সকালে রাস্তায় যখন হেঁটে আসছিলাম তখন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি ছিল না, হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি মিহি মিহি কি যেন বাতাসে ভাসছে, খেয়াল না করলে বোঝা যায় না । ভাল করে তাকাতে বুঝলাম এটাকেই বাংলা ভাষায় বলে "তুহিন" । বরফে আমি আগেও গিয়েছি , কিন্তু পরিষ্কার আকাশে পরিষ্কার বাতাশে নতুন করে বরফ পড়তে দেখা জীবনে এই প্রথম । অসাধারণ এক অনুভূতি ।