[সাক্ষাত্কার: (৪ মিনিট) দু-জন অগ্রগামীর সাক্ষাত্কার নিন, যারা আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো, যেভাবে বাইবেল আলোচনা শুরু করা ও তা চালিয়ে যাওয়া যায়, ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত হোন এবং ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা নামক পুস্তিকাগুলো কার্যকারীভাবে ব্যবহার করে ভালো ফল পেয়েছেন। তারা নিজেরা এই পুস্তিকাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রথমে কী করেছেন? এই পুস্তিকাগুলো থেকে তারা কোন বিষয়গুলো তুলে ধরেছিলেন আর কাদের কাছে? এর ফলাফল কী হয়েছিল?