তুমি কেন এত সুন্দর?
জানতে চাইলে বলতে পারি,
তোমার মধ্যে আমি দেখি ,
নীল আকাশ
আর নীল পৃথিবী ।
তুমি কেন এত সুন্দর !
জানতে চাইলে বলতে পারি,
তোমার সাথে জীবন নাহয়
নাইবা পেল , অন্য জীবন ঠিকই পাবে
তোমার কবি ।
সেই জীবনটা কেমন হবে ?
জানতে চাইলে বলতে পারি,
ছাড়িয়ে আকাশ স্বপ্ন যেমন,
মেঘের উপর বানায় বাড়ি ।
তেমন তোমার কবির লেখা
কবিতাতে আঁচল পাবে,
তোমার শাড়ি।
জমিন জুড়ে থাকবে কেবল
ভালোবাসার বর্ণমালা,
তোমার চুলে করবে খেলা,
মাত্রাবিহীন ছন্দবিহীন
না বলা সব কথার মালা ।
রাজকন্যা,
জানি তুমি রাজ্যহীনা,
রাজপুত্র নইতো আমি
নেইতো প্রাসাদ মস্ত দামী।
সেই জীবনে রাজ্য পাবে,
হৃদয় জুড়ে দেখতে পাবে,
উজাড় করে নৈবেদ্য,
দেবীর পায়ে সব প্রণামি।
তুমি কবির দেবী ,
তুমি সখী,
তুমি স্বপ্ন ,
তুমি রানী,
তুমি রাজকন্যা বিনোদিনী
তোমার সংগে জীবন নাহয়
নাইবা হলো,
অন্য কোথাও
অন্যখানে,
থাকবো ঠিকই
জেনো তুমি
অশ্রুমূল্যে বিন্দু বিন্দু
তোমায় কিনি..