বিদেশে ঈদ আমার জন্য নতুন কিছু নয় আমাদের মত যাদের রক্তে বিদেশ তারা এটাকে এত বড় কিছু ভাবে না দাদা পাকিস্তান সেনাবাহিনীতে চাকুরীর সুবাদে করাচীতে প্রবাসী ছিলেন বাবা ১৯৮১ থেকে লিবিয়া সোদিআরব কাতার ছিলেন ভাই ১৯৯৯ থেকে আর আমি ২০০৫ থেকে আজ ১০ বছর আছি মাঝে গত ২ বছর দেশে ঈদ করেছিলাম যার কারনে এবারের ঈদটাতে একটু বেশি ব্যাথা লাগছে নিজেকে যতই পরিবর্তন করি বা করতে চাই না কেন অন্তর তো বাংলাদেশের!