আর কিছুক্ষন, কিছু সময়,
কি ক্ষতি হয়, থাকলে কাছে?
আমার কাছে চোখের জলে
সাগরবেলা আছে।
আমার কাছে দীর্ঘশ্বাসে
আছে নীলাকাশ,
হৃদয়ঘুড়ি উড়িয়ে নেয়া
জোরালো বাতাস।
নাহয় আমি পাইনা কাছে
তোমার জোড়া ঠোঁট
তোমার আমার শত্রুরা সব
গড়লো মহাজোট।
নাহয় আমার সংগে তোমার
হয়না বসবাস,
ভাগ করিনা একই চাদর
সুখের সর্বনাশ !
তবুও থাকি
তোমার আশেপাশে
যখন তোমার প্রিয় শিশু হাসে
শার্সী জুড়ে আলো ফেলে রোদ
জানালাতে চড়ুই পাথী আসে।
বৃষ্টিছাটে ভিজলে তোমার চুল
লিখতে চিঠি হলে বানান ভুল
কামড় দিলে হাতের পেন্সিলে
ভেবো তুমি আমায় আদর দিলে।
যায় আসে না কিছু
ছাড়ব না তো পিছু
পুরো শহর, সবাই আমায় ঠেকাক
লোভ, সংশয়, ভয় আর ভীতি দেখাক।
জেনো আমি তোমার পাশেই থাকি
ভীড়ের ভেতর বিষন্ন একাকী।
অল্প কিংবা বেশী
সবকিছুতেই খুশী,
মনের মধ্যে অসম্ভবের
স্বপ্ন বিড়াল পুষি।
বর্ণমালায় আঁকি তোমার ছবি
বিনোদিনী !