প্রিয় গ্রাহক গন। অাপনাদের জন্য একটি সুখবর। অবশেষে বাংলাদেশ থেকে অাপনারা অতি সহজেই এখন থেকে বিকাশ, ইন্টারনেট ব্যাংকিং, এম ক্যাশ, সকল ধরনের ডেবিট-ক্রেডিট কার্ড এবং অাপনার লোকাল ব্যাংকের এটি এম কার্ড দিয়ে দেশ-অাইপি টিভি প্যাকেজ কিনতে পারবেন।
অার কোন ঝামেলা নয় এখনই অাপনার প্যাকেজ কিনুন যা সঙ্গে সঙ্গে নবায়ন হয়ে যাবে অাপনার এন্ড্রয়েড ডিভাইস এ।
পদ্ধতি :
১. দেশ অাাইপি টিভি এ্যাপস ওপেন করুন।
২. সেটিংস এ যান।
৩. রিচার্জ এ ক্লিক করুন।
৪. প্যাকেজ বাছাই করুন শুধুমাত্র বাংলাদেশের জন্য"
৫. এস এস এল বাটন এ ক্লিক করুন এবং পেমেন্ট কমপ্লিট করুন।