আপডেট দিচ্ছি - অংশগ্রহণ করতে চাইলে আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪ তার মধ্যে আপনার নাম আর আপনার সাথে আপনি সহ কতজন অতিথি থাকবে তা লিখে জানান। যেমন আশির (৪)। তার মানে হলো আমার সাথে আরও ৩ জন অতিথি থাকবেন। ১০ বছরের নিচের বাচ্চাদের কথা উল্লেখ না করলে চলবে।
কেন অংশগ্রহণ করবেন?
আরে ভাই, বিদেশের মাটিতে আছি। দেশের জাতীয় প্রোগ্রাম গুলোর করার মাধ্যমে কিছু স্মৃতি ধরে রাখতে চাই। নিম্নলিখিত মেন্যু আছে মাথায়। তবে এর মধ্যে নতুন মুখ পেলে কিছু যোগ হতে পারে।
(১) ২০শে ফেব্রুয়ারি (শনিবার)
বিকাল ৪টা। ডরমিটরিতে গানের রিহারস্যাল হবে (জুয়েল ও তার দল) , শহীদ মিনার বানানো হবে (মইন ও তার দল), রান্না করা হবে (শাহ নেওয়াজ ও তার দল)। কাজ করে ক্ষিধা লাগলে খাওয়া ও হবে (মোর্সেদ ও তার দল)। খিচুড়ি (প্রচণ্ড ঝাল), ডিম ভুনা আর মুরগী (আরো ঝাল)। মুড়ি চানাচুর থাকতে ও পারে। তাস থাকতে পারে। আপনি যেটাতে অংশগ্রহণ করতে চান, সেই দলনেতার সাথে যোগাযোগ করুন।
(২) ২১ শে ফেব্রুয়ারি (রবিবার) ১১টা থেকে ৩ টা
সকাল ১১টা- প্রভাত ফেরি। ২৬ ডিগ্রি তাপমাত্রায় রুম গরম রাখা হবে। ১০ জন ছেলে ১০ জন মেয়ে লিড দেবেন। বাকিরা দর্শক। ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের শাড়ি। সম্ভব হলে সাদা কালো।
১১টা ৩০ মিনিট- সমবেত কোরাস।
কিছু গান, কিছু কবিতা
একুশ নিয়ে দু কথা
অতিথি পরিচিতি। বিশেষ করে যারা ফুকুওকার বাইরে থেকে আসবেন।
১২ টা ৩০ মিনিট -খাওয়া দাওয়া
১২টা ৫০ মিনিট - আবার খাওয়া আর হু হা করা। ঝাল হবে।
১টা ৩০ মিনিট - আপনার সুপ্ত ট্যালেন্ট শো করুন
উপস্থাপনায় থাকবেন এক সুন্দরী বালিকা আর এক তরুণ।
চাঁদা - এখনো বুঝতে পারছি না। তবে জনৈক পরিসংখ্যানবিদ ৭০০ ইয়েন এর কথা বলেছেন। একটু এদিক সেদিক হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ১০ বছরের নীচের শিশুদের কোন চাঁদা নেই।
আগে যারা going দিয়েছেন, তারা ও দয়া করে আপনার নাম ও অতিথি সংখ্যা উল্লেখ করে এখানে লিখুন।