এখন ফাল্গুন মাস কলি ফোটা দিন।
আমের মুকুল আর কোকিলের গান।
বুকে তোলে ঢেউ তার রিনঝিন রিন।
একা থাকি একা ঠেলি বিরহ সাম্পান।
বসন্তের এই বনে। যুগ যুগ ধরে।
প্রকৃতির সমারোহে আনগ্ন আবেগে।
বসে আছি ফুল্ল বাগে আমার বিবরে।
কাহার প্রতিক্ষা যেন থাকি রাত জেগে।
আহারে পুষ্পল দিন বহতা সময়।
যৌবন মৌবন আর স্নিগ্ধ সমীরণ।
ক্ষয় হয় লয় হয় কি যে অবক্ষয়।
কবির ভেতরে দেখ ভাবের ক্ষরণ।
বাসন্তী বাসন্তী খেলা গোধূলি লগনে।
তার লাগি যাবো আমি সত্যিই মগনে।।