কূটনীতিকপাড়ার ওই ক্যাফেতে শুক্রবার রাত থেকে শুরু রক্তাক্ত জিম্মি সঙ্কটের ঘটনাটি ১২ ঘণ্টা পর পরদিন সকালে অবসান হলেও সবস্তরের জাপানিরা খবর পায় স্থানীয় সময় শনিবার রাতে, স্থানীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমে প্রচারের পর।
এরপর থেকেই প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় জাপানিদের মাঝে; দেশটির বিভিন্ন স্থান থেকে সন্ত্রাস প্রতিরোধে সবার মধ্যে ঐক্যের দাবি জানানোর পাশাপাশি জাপান নাগরিকরা মুখে ধ্বনিত হচ্ছে ‘ডোন্ট কিল জাপানিজ’।
ঢাকায় কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কট অবসানের পর যে তিন বাংলাদেশি ও সাত জাপানির সঙ্গে নয় ইতালীয় ও এক ভারতীয় নাগরিকের লাশও বের করা হয়।