উত্তরা দিয়া বাড়িতে
আমি তুমি সে =আমরা
ভালই কাটলো সময়টা
খেলাম চটপটি আর ফুসকা
আফসোস..ছিলেনা তোমরা
---------------------------------
গতবছর জাপানী একটি টিম নিয়ে এখানে সাড়াদিন সু্যট করেছি
তখনো জানতাম না এই জায়গার নামই যে বলা হয় দিয়া বাড়ি
আজ নতুন করে চিনলাম
আবার একদিন যাবো সেখানে হৈ চৈ করতে
চলো বন্ধু ঘুরে আসি আমার সেই কাঁশ ফুলের সমাহারের দিয়াবাড়ি