প্রতীক্ষা যে আলিংগনের
কখনো হবে না আমার
সব জানালা বন্ধ করেছি
বন্ধ করেছি দুয়ার
লুকোবো নিয়ে বারান্দাতে
বেদনা বিষাদ ও পরাজয়
শূণ্যতা নিয়ে বসবাস হবে
অযুত স্মৃতির অন্বয়
সবটুকু কি স্বপ্নই ছিলো
চিৎকারে জাগি অসহায়
যদি তুমি শুধু বুঝতে বেদনা
কষ্ট মৃত্যু যাতনায়
তবে তুমি ঠিকই জড়াতে আমাকে
দুহাত বাড়িয়ে যতনে
ভুৃলে গিয়ে সব চিরতরে
আর বিদায় জানাতে মরনে
চলে যেতে দাও বহু দুরে আজ
বিস্মৃত হবো কুয়াশায়
কথা দিয়েছিতো , কাঁদবো না আর
মুছে সব আশা নিরাশায়
তবে জেনে রেখো তোমার দুহাতে
যাদেরই টানবে কাছে
ওদের কেবল শরীরটা শুধু
আমার হৃদয় অাছে
যা খুশী বলুক, করুক দুনিয়া
শুধু যদি পাশে রই
জয় পরাজয় ভাবিনি কখনো
কারো মতো আমি নই
জানি হেরে গেছি
আবারো হারব
শেষতক রবো এমনি
হেটে যাবো সোজা মাথা উঁচু করে
পথ আঁকা বাকা যেমন ই