তোমার জন্য কবিতা নয়
গল্প বলা শিখি,
তোমার জন্য খুব বেশী নয়
এখন অল্প লিখি ।
তোমার জন্য স্বপ্ন সাজাই
তোমার জন্য অালো,
তোমার জন্য হৃদয় বাজাই
যে তাল লাগে ভালো ।
কাহারবা বা ঝুমুর ত্রিতাল
দাদরা তেওড়া ঝাঁপ,
হাতের মুঠোয় আদর করি
তোমার বেনী সাপ ।
তোমার মধ্যে কুসুম ওমে
খুঁজি শীতের ঘুম,
তোমার সংগে অবাক বলি
শব্দকল্পদ্রুম ।
বীন বেহালা তারের খেলা
তোমার বাঁকে সুর,
তুমি আমার সাথেই থাকো
তবু অনেক দুর ।
আসা যাওয়ায় সোহাগ নদী
পালের নৌকা চলে ।
তোমায় আমি জড়িয়ে রাখি
প্রতি পলে পলে ।
বিনোদিনী
কোন বিকেল আর কোন সন্ধ্যা বলো ?
শুধুই আমার তোমার হবে
আলোয় ঝলোমলো ।
ছুঁয়েই দেখো নখের ডগায়
আঁকো তোমার ছবি,
তোমার জন্য কবিতা নয়
তোমার জন্য কবি।