আমরা চুক্তি-টুক্তি বুঝি না, আমরা বুঝি মানুষের কষ্ট, পেটের কষ্ট। ভিটামাটি চলে গেলে মানুষজন কই যাইব, কী খাইব! ক্ষোভ ও দু:খের সাথে কথাগুলো বলেছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানের মন্ত্রী ও স্থানীয় ইউপি সদস্য লোকাস বাহাদুর (৫৫)। এই ক্ষোভগুলো শুধু লোকাস বাহাদুরের একার নয়, পাল্লাথল সীমান্তের প্রায় সাড়ে ৩ হাজার মানুষের। পাল্লাথল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে থাকা প্রায় ৩৬০ একর ভূমির “ভবিষ্যত” স্থানীয় মানুষের মধ্যে গত কয়েকদিন ধরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। জায়গাটি ভারতে চলে গেলে ঘরবাড়ি হারিয়ে পথে বসতে হবে সেখানকার বাসিন্দাদের। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf