অনেকের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে যে,ফেসবুকে তৈরি হওয়া রিলেশন গুলো নাকি সহজেই ভেঙে যায়।তাই তারা শুরু থেকেই ফেসবুকের সম্পর্ক টাকে ফালতু হিসেবে দেখে।
তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে।
বাস্তবের সম্পর্ক গুলো কি একেবারে সোনা দিয়ে বাঁধানো?সেগুলো কি ভাঙে না?সেখানে কি কোনদিন আপনারা ব্রেক আপ হতে দেখেন নাই?
সম্পর্ক ভাঙা যাদের স্বভাব,তারা ভাঙবেই।সে ফেসবুকে পরিচয় হলেও ভাঙবে,আর বাস্তবে পরিচয় হলেও ভাঙবে।
আর সম্পর্ক টিকিয়ে রাখা যাদের স্বভাব,তারা যেভাবেই হোক,টিকিয়ে রাখবেই।সেটা ফেসবুকে পরিচয়ের মাধ্যমেই হোক বা বাস্তবে চলার পথে পরিচয়ের মাধ্যমেই হোক।
কোন মাধ্যমে পরিচয় হলো,সেটা বড় কথা না।নিজের মন মানসিকতাটা কেমন,সেটাই আসল কথা।