গত কয়েকদিন ধরে পড়ালেখা করে বোঝার চেষ্টা করছি যে রামপালে power plant স্থাপন করলে সুন্দরবনের উপর কি বিরূপ প্রভাব পড়তে পারে বা সেগুলা কিভাবে কমানো যেতে পারে। সবাই কম বেশী পক্ষে বা বিপক্ষে তাদের সুচিন্তিত মতামত প্রদান করছেন।
এমতাবস্থায় আমার কথা হচ্ছে, যেহেতু রামপালে বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবনের উপর প্রভাব পড়তে পারে সেহেতু রামপাল কে বাদ দিয়ে দেশের অন্য কোথাও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যুক্তিযুক্ত ।