নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের জনৈক কর্মকর্তা জানান, বটুলি, কুরমা ও পাল্লাথলে যৌথ জরিপকালে বাংলাদেশের অংশে ৭৪ একর এবং ভারতের অংশে ২৮৬ একর ভূমির একটি যৌথ চুক্তির স্বাক্ষর হয়। কিন্তু লাঠিটিলা অংশে প্রায় ১৭০ একর ভূমির কোনো জরিপ কাজ হয়নি। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ভারতের মধ্যে ভূমি বিনিময় শুরু হলে এখানে অনাকাক্সিক্ষত ঘটনার আশংকা রয়েছে। - See more at: http://dev.dailynayadiganta.com/detail/news/21743#sthash.vtuO326e.dpuf