পাঁচ, বিয়ে মানেই সন্তান জন্ম দেয়া না। কিংবা সন্তান জন্ম দেয়ার জন্যই কেবল মানুষ বিয়ে করে না। আমাদের দেশে ব্যাপারটা হয়তো সেটাই বেশীরভাগ মানুষের কাছে। কিন্তু সত্য এটাই যে বিয়ে মানে দুটি মানুষ একসাথে তাঁদের জীবন কাটাবার সিদ্ধান্ত নিয়েছে। সেটা ঘর ভরা ফুটফুটে শিশু নিয়ে কাটানো ছিমছাম সংসার জীবন হতে পারে, আবার কায়রোর মরুভুমিতে ট্রাভেলারের জীবনও হতে পারে। তাঁরা কীভাবে সংসার করতে চান, সেটা তাঁদের ওপরেই ছেড়ে দিন। আপনার সন্তান আছে বলে আরেকজনের ঘরে সন্তান দেখতে উদগ্রীব হবেন না।