হিজিবিজি ভাবনায় আমার আমি-৪০!!
বেশ, বেশতো!! ঢাকায় ঠিকমতো চলে এসেছি!! ঢাকার রাস্তাগুলো এখনো পুরোদমে ব্যস্ত হয়ে উঠে নি। আমারই নিজস্ব স্টাইলে গড়ে তোলা রেওয়াজ বলছে,- ছুটি শেষ হয়ে যাওয়ার কয়েকদিন পরেই সাধারণত আমি ক্যাম্পাসে ফিরি, এবার নিয়মের ব্যত্যয় হলো। মন থেকেই হয়তো চাচ্ছি...নিজের হাতে গড়া রেওআজগুলো নিজেই ঝেড়ে ফেলতে!! এই যেমন,রাঙ্গামাটি থেকে ফেরার সময় প্রতিবারেই আমার ব্যাগ এ পড়নের পোশাকগুলো ছাড়াও এটা-ওটা অনেক কিছুই থাকে...এবার নেই..তবে একটি অতি প্রয়োজনীয় নিউজ বুলেটিনের ২৭ টি সংখ্যা সাথে করে নিয়ে এসেছি...তার সাথে মাওরুমের কিছু গুরুত্বপূর্ণ রচনা!!
কেনজানি বারবার মনে হচ্ছে...প্রতিমাসের ২৪ তারিখ যদি এরকমই হতো!! একবার রাঙ্গামাটি যাচ্ছি..আর একবার ঢাকায় আসছি!! বাসের জানলা ভরে সারারাত টুপটাপ বৃষ্টি...আর আমার জীন্দেগীটা কেমনে কোথায় ছুটছে তার সমীকরণ মেলানোর অসংখ্য ভাবনা!! সে যাই হোক, ক্যাম্পাস ফাঁকা ফাঁকা আছে এখনো। হল রীতিমতো অভাবনীয় নিস্তব্দ!! এমনসব নৈসঙ্গের দিনেও আর কোন গান ভালো লাগছে না...গান শুনছিও না...শুনলেই যে গাইতে ইচ্ছে করে!!
ও, অপ্রত্যাশিতভাবেই আবিষ্কার করেছি..আমার ৮ বছরের সুখ-দুখের সাথী...রাঙ্গাপানি গ্রামের প্রথম ব্যক্তিগত কম্পিউটার, আই মিন-আমার সাধের ডেস্কটপটি আমার অনুপস্থিতে অভিমানসমেত পটল তুলেছে...মরিয়াই সে প্রমাণ করিল, সে মরে নাই!! আমার কার্যতালিকার যে হোয়াইট বোর্ডটি ঝুলানো আছে তাতে অসংখ্য মিটিং এর তারিখ পড়ে আছে...এর চেয়েও বড় খবর...৬ তারিখ থেকে খুব সম্ভব ডিপার্টমেন্টে Exam নামের কিছু একটা হতে যাচ্ছে!!
কখনো কখনো হুদাই কারো কারো উপর বিরক্ত অথবা অনুরক্ত হতে ইচ্ছে করে...এই যেমন, কারো Message এর Reply দিতে না পারা!! আরে বাপু,মোবাইল অপারেটরদের নানান অফারের ম্যাসেজগুলোর রিপ্লাই দেওয়া যায়??
দীর্ঘ ১ মাস ছুটি কাটিয়েছি...স্বভাববিরুদ্ধভাবেই কোথাও আয়োজন করে ঘুরতে যাইনি...বেশকিছু পিকনিক-টিকনিক সচেতনভাবেই এড়িয়ে গেছি, তবে রাঙ্গাপানি-র যুগ-যুগান্তরের ছড়াগুলো ঘুরে আসতে ভুলিনি...আমার অসম্ভব রকমের প্রিয় সেই ছাদিচুগ, হাবামুড়ো, তনেরেগাছড়া, ওবলাছড়া, বড়ছড়া, কানদারামাছড়া, সমুজ্জেছড়া!! রঙ্যেছুরি আর আহজাছুড়ি নামে দুইটি নিটোল সুন্দর সারাল্যে আদামে যেয়ে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার ধারণাটি ভালোই কাজে লেগেছে..ঘাগড়ায় ঘুরতে যাওয়ার লোভটি অন্যবারগুলোর চেয়ে এবেলায় অন্য কোন গুরুত্ব বহন করেও থাকতে পারে!! ঘাগড়া পিসিপি অফিস দেখে আসার পর সে কথাই তো মনে হচ্চে!!
কাউকে মিস করার কোন সুযোগই আর আমার নেই..তবে নান্টু দা-র কথা ?? বরাবর ৩০ টি দিন-র ২৮ টি রাত তার বাসায় পাদলী মা নামে এক ভয়ানক দেশপ্রেমিক জুম্ম রমনীর সাথে চুটিয়ে পরকীয়া করেছি...হিজিবিজি বদলে এবার থেকে ...পাদলী মা-র সাথে আমার কথোপকথনগুলো শেয়ার করব; মনে মনে শিরোনাম ঠিক করে রেখেছি...পাদলী মা-র পানজা নাগর!!! বাকি ২ টি রাতের ১ টি কেটেছে শ্রদ্ধেয় রণজিত দেওয়ানের নিআলজি ভালেদি হধা শুনতে শুনতে এবং অন্যটি মা-কে শান্তনা উপহার !!
রাঙ্গামাটি শহরে গর্জনতলি নামে একটি পুরনো পাড়া আছে..প্রতিবার সেখানে বেশ কয়েকবার ঘুরে আসি..এবারটায় ভাটা পড়েছে...মুখ রক্ষ্যে করা বলতেও তো কিছু একটা আছে..তাই ফেরার আগে চেনা মুখগুলো একটু তলব করে না আসলে কেমন যেন লাগে!!
পুণশ্চ: তোমার মতো করেই যদি চলবো, তবে আমি আর "আমি" কেন??? এবারের সংগ্রাম আমার আমি হওয়ার সংগ্রাম!!