হিজিবিজি ভাবনায় আমার আমি-৪৭
মাঝে মাজে কেন জানি মনে হয় বেঁচে থাকার চেয়ে বেঁচে যাওয়াটাই বোধহয় উত্তম, অথচ আমরা বেঁচে যাই না, বেঁচে থাকি!!!
সাদা কালো লাল নীল হলুদ অথবা বেগুনী, এক একটি দিন যে যার মতো করেই তো কেটে যাচ্ছে। এমন সব বর্ণহীন, ধূসর অথবা রঙিন দিনাতিপাত দেখে তোমাদের কেউ কেউ হয়তো বেশ বেজার মুখে অসন্তুষ্ট নতুবা অসন্তুষ্টির সহিত বেজার!!! তাও আমি মেনে নিই আমারই পাওনা - কড়ায় গণ্ডায় উশুল করে নিই আমার মতো করে আমারই নিয়তি। তবে হুম, ওদ্ধত্য ধারণ করে চোখগুলো যখন একান্তই আমার নিজের আঙিনায় মুদে রাখি, তখন মনে মনে শুধু এটুকুই জপতে থাকি কোন অবাঞ্চিত সন্দিগ্ধ দৃষ্টি অথবা কারো কারো অপ্রত্যাশিত উপেক্ষা নয়তো ভুল পর্যবেক্ষণ এবং বেঠিক মূল্যায়ন-র ফাঁক গলে যদি কোনদিন ঘুরে দাড়ানোর সময়টুকু করে নিতে পারি, তবে সেদিন আমি কারো কাছেই কৃতজ্ঞ থাকবো না, বড্ড খেয়ালী হবো, অভিমান থেকে নয় খুব বেশী জেদ থেকে...
পুণশ্চ: পরীক্ষার আগের রাতে হিজিবিজি!! সবদিক থেকেই Puzzled, সবটুকুই হিজিবিজি!!!