আমি তো হারাতে চাই অচেনা সুদূরে,
বাজারের যত ক্লান্ত মঞ্চে পরিচিত
অভিনয় ছেড়ে, যেখানে ঘাসেরা মৃত
পড়ে থাকে- তাও পার হয়ে তারো পরে,
ওই কাশে ঢাকা তীর, মাঠের ওপারে।
কত দিন ধরে কত ভাবনা গোপনে
এঁটে, যেতে গিয়ে দেখি অযথা এখানে
পড়ে আছি বাঁধা কিছু মায়ার শেকড়ে।
রৌদ্রে শুষ্ক মাটি ভেদে অনেক গভীরে,
এখানেতে থেমে আছি, প্রোথিত শেকড়ে।