মহান আল্লাহপাকের কাছে অনেক শুকরিয়া।
"দুই ছেলের পর এক মেয়ে" আলহামদুলিল্লাহ।
রহমতের, মাগফেরাতের এবং নাজাতের মাস রমজানে মহান আল্লাহপাকের শ্রেষ্ঠউপহার/আমানত-আমাদের তৃতীয় সন্তান- সারা ফাতিমা। মা-মেয়ে দুজনই আলহামদুলিল্লাহ সুস্থ্য আছে। দীর্ঘ একসপ্তাহ হাসপাতালে থেকে গতকাল বাসায়। সবাই দোয়া করবেন।