গত ২৩ ডিসেম্বর ছিল জাপান সম্রাট এর জন্মদিন এবং এই উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি।
আমি ওদেরকে জিগ্যেস করলাম তোমাদের সম্রাট এর নাম কি? কোন ডাক্তার ই বলতে পারল না।
উল্টে একজন আমাকে প্রশ্ন করল সম্রাট এর নাম জেনে লাভ কি?
আমার মনে পড়ে ছোটবেলায় কোন এক ভর্তি পরীক্ষায় উতরে যাবার তাগিদে আমাকে অনেক দেশের রাষ্ট্রপ্রধান এর নাম মুখস্থ করতে হয়েছিল ।