বুথ থেকে টাকা তুলে মানিব্যাগটা ক্যাফেটেরিয়ায় রেখে আসছিলাম। সাথে ছিলেন অভিজিৎ দা আর সুমন দা। সাম্প্রতিক এক বিষয় নিয়ে আলোচনায় তিনজন এমনই ব্যস্ত ছিলাম যে, বিপত্তিটা ঘটল।সেখান থেকে ল্যাবে না এসে এজেন্টের কাছে গিয়েছিলাম বাসা রেন্টের ব্যাপারে কথা বলতে। ল্যাবে এসে দেখি আমার ডেস্কে মানিব্যাগটা আর তার উপরে অধ্যাপকের তরফ থেকে সতর্কবাণী পরবর্তীতে যেন কেয়ারফুল থাকি।
এই জাতি কেন উন্নত হবে না! এদের সততা, নিষ্ঠা, দায়ীত্ববোধ, সহযোগীতার মনোভাবই এদেরকে অন্যান্যদের চেয়ে পৃথক করে।