তোমার ছোঁয়ায় বসন্ত রাগ
বৈশাখী ঝড় হাওয়ায় মাতাল
তোমার কাঁপন বর্ষার ঢল
ভাসিয়ে নেয়া উঠোন চাতাল
তোমার চোখে শরৎ মেঘে
অযুত পাখীর আনাগোনা
শরীর ভেঙ্গে জেগে ওঠা
হেমন্ত সুর একাই শোনা
শীতের মতোই জড়িয়ে থাকি
জলপ্রপাতের জলে ভিজে
তোমায় লাগে ভিষন চেনা
নিজেই আদর করছি নিজে